পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী তাহাকে নিৰ্ম্মমভাবে প্রহার করিতে লাগিলেন। আমরা ত সকলে বিস্ময়ে নিৰ্ব্বাক্। শেষে যখন দেখিলাম প্রহার ক্রমাগতই সমানভাবে চলিতে লাগিল তখন তাহকে জিজ্ঞাসা করিলাম, “আপনি ওকে আমন্‌ভাবে মার্চেন কেন ? ও কি-এমন দোষ করেচে ?” চক্ষু রক্তবর্ণ করিয়া শিক্ষক মহাশয় উত্তর দিলেন,--“This is no place to recite obscene and indecent passages like that ” ছুটিয়া হেডমাষ্টার মহাশয়ের কাছে গিয়া তৎক্ষণাৎ সকল কথা নিবেদন করিলাম। তিনি আমাদের ক্লাসে আসিয়াই শিক্ষক মহাশয়কে যৎপরোনাস্তি ভৎসনা করিলেন এবং বালকটিকে লুকে টানিয়া লইয়া মিষ্ট-মধুর বচনে কত সান্তন দিতে লাগিলেন, আর তাহার দুই চক্ষু হইতে অশ্রুধারা বিগলিত হইয়া বালকটিকে অভিষিক্ত করিতে লাগিল । এ অপূৰ্ব্ব-অপার্থিব দৃশ্ব আমি জীবনে ভূলিতে পারিব না। সকল প্রকারে অমন আদর্শ-পুরুষ, অমন প্রাণের মানুষ আমি খুব কমই দেখিয়াছি। আপনার হাসিতেছেন, কিন্তু আমার চোকে জল আসিতেছে। কি বলিতেছিলাম ?—জনসনের ষ্টাইল। ইংরাজীতে গুরুগম্ভীর ষ্টাইলে কেহ কিছু লিখিলে তাহ আজও Johnsonian (জন্‌সোনিয়ান ) বা Johnsonese (জন্সোনিজ) ষ্টাইল বলিয়া অভিহিত হয়! তাই কাদম্বরীর ভাষা-সম্বন্ধে পিতামহ লিখিয়াছিলেন,— ‘বাঙ্গালার জনসোনিয়ান ভাষা। সত্য কথা। তাই সন্দেহ হয়, তারাশঙ্করের কি মাথার কোন গোলমাল