বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগো সখি সে যে বিলাপ এত প্রেম আশা প্রাণের তিয়াষা কেমনে আছে সে পাসরি । সেথা কি হাসে না চাদিনী যামিনী, সেথা কি বাজে না বাশরি । হেথা সমীরণ লুঠে ফুলবন সেথা কি পবন বহে না । তা’র কথা মোরে কহে তালুক্ষণ মোর কথা তা*রে কহে না । আমারে আজি সে ভুলিবে সজনি, আমারে ভুলালে কেন সে । এ চির জীবন করিব রোদন এই ছিল তা’র মানসে ; কুসুম-শয়নে নয়নে নয়নে কেটেছিল স্থখ রাতি রে, কে জানিত তা’র বিরহ আমার হবে জীবনের সাথী রে । 35 ص لا