পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্পনার সার্থী যখন কুসুম-বনে ফির একাকিনী, ধরায় লুটায়ে পড়ে পূর্ণিমা যামিনী, দক্ষিণে বাতাসে আর তটিনীর গানে শোন যবে আপনার প্রাণের কাহিনী :– যখন শিউলি ফুলে কোলখানি ভরি’, দুটি পা ছড়িয়ে দিয়ে আনত বয়নে ফুলের মতন দুটি অঙ্গুলিতে ধরি’ মালা গাথ ভোরবেলা গুন গুন তানে ;– মধ্যাহে একেল। যবে বাতায়নে বসে,” নয়নে মিলাতে চায় সুদূর আকাশ, কখনো আঁচলখানি পড়ে যায় খসে, কখনো হৃদয় হ’তে উঠে দীর্ঘশ্বাস, কখনো অশ্রুটি কাপে নয়নের পাতে, তখন আমি কি সখি থাকি তব সাথে ? X ૨ 어