পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষুদ্র অনন্ত অনন্ত দিবস রাত্রি কালের উচ্ছ,াস তারি মাঝখানে শুধু একটি নিমেষ, একটি মধুর সন্ধ্য, একটু বাতাস– মৃতে তালে তাঁধারের মিলন আবেশ— তারি মাঝখানে শুধু একটুকু জুই,— একটুকু হাসিমাখা সৌরভের লেশ— একটু অধর তা’র ছু ই কি না ছু ই— তাপন আনন্দ লয়ে’ উঠিতেছে ফুটে, আপন আনন্দ লয়ে’ পড়িতেছে টুটে । সমগ্র অনন্ত ওই নিমেযের মাঝে একটি বনের প্রান্তে জুই হয়ে উঠে । পলকের মাঝখানে অনন্ত বিরাজে । যেমনি পলক টুটে ফুল ঝরে যায় অনন্ত তাপনা মাঝে আপনি মিলায় । >8○ 1 ()