পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নূতন হেথাও ত পশে সূর্যকর। ঘোর ঝটিকার রাতে দারুণ তাশনিপাতে বিদারিল যে গিরি-শিখর— বিশাল পর্বলত কেটে, পাষাণ হৃদয় ফেটে, প্রকাশিল যে ঘোর গহবর— প্রভাতে পুলকে ভাসি’, বহিয়া নবীন হাসি, হেথাও ত পশে সূৰ্য্যকর। তুয়ারেতে উকি মেরে ফিরে ত যায় না সে রে, শিহরি’ উঠে না আশঙ্কায়, ভাঙা পাষাণের বুকে খেলা করে কোন সুখে, হেসে আসে, হেসে চলে যায়। হের হের, হায়, হায়, যত প্রতিদিন যায়— কে গাথিয়া দেয় তৃণজাল । লতাগুলি লতাইয়া, বাহুগুলি বিথাইয়া ঢেকে ফেলে বিদীর্ণ কঙ্কাল । বজদগ্ধ অতীতের— নিরাশার আতিথের— ঘোর স্তব্ধ সমাধি আবাস,— ど