পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতি শূন্যক্ষেত্রে নিশিদিন আপনার মনে কৌতুকের খেলা । বুঝিতে পারিনে তোর কারে ভালবাসা করে তাবকেলা | প্রভাতে যাহার পর বড় স্নেহ সমাদর, বিস্তুত সে ধুলিতলে সেই সন্ধাবেলা । তবু তোবে ভালবাসি, পারিনে ভুলিতে অয়ি মায়ালিনী । স্নেহহীন আলিঙ্গন জাগায় হৃদয়ে সঙ্গতত্ব রাগিণী । এই সুখে দুঃখে শোকে বেঁচে আছি দিবালোকে, নাহি চাহি হিমশান্ত অনন্ত ঘামিনী । আধ ঢাকা আধ খোলা ওই তোর মুখ রহস্যনিলয়, প্রেমের বেদনা আনে হৃদয়ের মাঝে সঙ্গে আনে ভয় ।