পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র কিছু নাহি করি দাওয়া, ছাদে বসে খাই হাওয়া যতটুকু পড়ে'-পাওয়া ততটুকু ভালো ; যারা মোরে ভালবাসে ঘুরে ফিরে কাছে আসে, হাসিখুসি আশেপাশে নয়নের আলো ! বাহবা যে জন চায় বসে থাক চৌমাথায়, নাচুক তৃণের প্রায় পথিকের স্রোতে । পরের মুখের বুলি ভরুক ভিক্ষার ঝুলি, নাই চাল নাই চুলি ধূলির পর্বতে । বেড়ে যায় দীর্ঘ চন্দ, লেখনী না হয় বন্ধ, কৃতার নাম গন্ধ পেলে রক্ষে নেই ! ফেন ঢেকে নাকে-চোখে, প্রবল মিলের ঝোকে ভেসে যাই এক রোখে বুঝি দক্ষিণেই ! বাহিরেতে চেয়ে দেখি, দেবতা-দুয্যোগ এ কি ! বসে’ বসে’ লিখিতে কি আর সরে মন । তাৰ্দ বায়ু বহে বেগে, গাছপালা ওঠে জেগে, ঘনঘোর স্নিগ্ধ মেঘে আঁধার গগন । বেলা যায়, বৃষ্টি বাড়ে, বসি আলিশার আড়ে ভিজে কাক ডাক ছাড়ে মনের অস্তুখে । রাজপথ জনহীন, শুধু পাস্থ দুই তিন ছাতার ভিতরে লীন ধায় গৃহমুখে । ミ○ふ