পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল কত কে যে আসে, কত যায় কেহ হাসে কেহ গান গায়, কত বরণের বেশ ভূষা— ঝলকিছে কাঞ্চন-রতন,— কত পরিজন দাসদাসী, পুষ্প পাতা কত রাশি রাশি চোখের উপরে পড়িতেছে মরীচিকা-ছবির মতন । হের তাই রহিয়াছে চেয়ে শূন্যমন কাঙালিনী মেয়ে । 9 শুনেছে সে, মা এসেছে ঘরে, তাই বিশ্ব আনন্দে ভেসেছে, মা’র মায়া পায়নি কখনো, মা কেমন দেখিতে এসেছে । তাই বুঝি তাখি ছলছল, বাম্পে ঢাকা নয়নের তার ! চেয়ে যেন মা’র মুখপানে বালিকা কাতর অভিমানে বলে,—“মা গে৷ এ কেমনধারা ? এত বাঁশি, এত হাসিরাশি, এত তোর রতন-ভূষণ, را هم