পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী পার্থী তরুশিরে আসে, দূর হতে নীড়ে আসে, তরীগুলি তীরে আসে, ফিরে আসে সবে, তা’র সেই স্নেহস্বর ভেদি দূর দূরান্তর কেন এ কোলের পর আসে না নীরবে ! দিনান্তে স্নেহের স্মৃতি একবার আসে নিতি, কলরব ভরা প্রতি লয়ে’ তা’র মুখে, দিবসের ভার যত তবে হয় তাপগত ssesه নিশি নিমেষের মত কাটে স্বপুস্তগে । সকলি ত মনে আছে, যত দিন ছিল কাছে কত কথা বলিয়াছে কত ভালবেসে, কত কথা শুনি নাই, হৃদয়ে পায়নি ঠাই, মুহূৰ্ত্ত শুনিয়, তাই ভুলেছি নিমেনে । পাত পোরাবার ছলে তাজ সে যা কিছু বলে তাই শুনে মন গলে চোখে আসে জল, তারি লাগি কত বাথ, কত মনোবাকুলতা, দু-চারিটি তুচ্ছ কথা জীবন-সম্বল । দিবা যেন আলোহীন এই দুটি কথা বিন “তুমি ভালো আছ কি না” “আমি ভালো আছি।” স্নেহ যেন নাম ডেকে কাছে এসে যায় দেখে, দুটি কথা দূর থেকে করে কাছাকাছি । २१b”