পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আম্ৰবন মুকুলে ভরা গন্ধ দেয় তীরে । গোপন শাখে বিরলী পার্থী আপন মনে উঠিছে ডাকি, বিবশ হয়ে বকুল ফল খসিয়া পডে নারে । দিবস ক্রমে মুদিয়া আসে মিলায়ে আসে তালে৷ নিবিড় ঘন বনের রেখা আকাশশেষে যেতেছে দেখা, নিদ্রালস তাঁখির পরে ভুরুর মত কালো । বুঝিবা তীরে উঠিয়াছে সে জলের কোল ছেড়ে । ত্বরিত পদে চলেছে গেহে, সিক্ত বাস লিপ্ত দেহে, যৌবন-লাবণ্য যেন লইতে চাহে কেড়ে । २8१ অপেক্ষা