এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মথুরায় মিশ্র কাফি—একতালা বঁশিরি বাজাতে চাহি বাশরি বাজিল কই ? বিহরিছে সমীরণ, কুহুরিছে পিকগণ, মথুরায় উপবন কুস্তমে সাজিল ওই । বঁাশরি বাজাতে চাহি বঁাশরি বাজিল কই ? বিকচ বকুল ফু দেখে যে হতেছে ভুল, কোথাকার তালিকুল গুঞ্জরে কোথায় । এ নহে কি বৃন্দাবন ? কোথা সেই চন্দ্রানন, ওই কি নৃপুর-ধ্বনি বন-পথে শুনা যায় ? একা আছি বনে বসি’. পাতধড়া পড়ে খসি’, সোঙরি সে মুখ-শশী পরাণ মজিল সই । বাশরি বাজাতে চাহি বাশরি বাজিল কই ? একবার রাধে রাধে ডাক বাশি মনোসাধে, আজি এ মধুর চাদে মধুর যামিনী ভায় । কোথা সে বিধুরা বালা, মলিন মালতী-মালা, হৃদয়ে বিরহ-জ্বালা, এ নিশি পোহায়, হায় ! কবি যে হ’ল আকুল, এ কি রে বিধির ভুল ? মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই ! বাশরি বাজাতে গিয়ে বঁাশরি বাজিল কই ? ミ○