পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“যদি “শেষে ভৈরবী গান কাজ নিতে হয়, কত কাজ আছে, একা কি পারিব করিতে । শিশিরবিন্দু জগতের তৃষা হরিতে । অকুল সাগরে জীবন সঁপিব একেলা জীণ তরীতে । দেখিব, পড়িল সুখ-যৌবন ফুলের মতন খসিয়া, বসন্ত-বায়ু মিছে চলে’ গেল শ্বসিয়া, যেখানে জগৎ ছিল এককালে সেইখানে আছে বসিয়া ! আমারি জীবন মরিল ঝুরিয়া চির-জীবনের তিয়াষে । দগ্ধ হৃদয় এতদিন আছে কি আশে । ডাগর নয়ন সরস অধর গেল চলি কোথা দিয়া সে ।” ○○a