পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোথায় হায়, কোথা যাবে ! অনন্ত অজানা দেশ, নিতান্ত যে একা তুমি, পথ কোথা পাবে ? হায়, কোথা যাবে কঠিন বিপুল এ জগৎ, খুজে নেয় যে যাহার পথ । স্নেহের পুতলি তুমি সহসা অসীমে গিয়ে কার মুখে চাবে ? হয়, কোথা যাবে । মোরা কেহ সাথে রহিব না, মোরা কেহ কথা কহিব না । নিমেষ যেমনি যাবে, আমাদের ভালবাসা অtর নাহি পাবে । হায়, কোথা যাবে। মোরা বসে কাদিব হেথায়, শূন্যে চেয়ে ডাকিব তোমায় ; মহা সে বিজন মাঝে হয় ত বিলাপধবনি মাঝে মাঝে শুনিবারে পাবে, হায়, কোথা যাবে। གམ་ ་་རྒྱ་