পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুধু তারি মাঝে একটি কে আছে তারি তরে ব্যথা কত । চিরদিন ধরে’ এমনি চলিছে, যুগ যুগ গেছে চলে ; মানবের মেলা করে” গেছে খেলা এই ধরণীর কোলে ; এই ছায়া লাগি’ কত নিশি জাগি মহাসুখ মানি’ প্রিয়তমুখানি বাহুপাশে বাধিয়াছে । নিশিদিন কত ভেবেছে সতত নিয়ে কা’র হাসিকথা ; কোথা তারা আজ, সুখদুখলাজ, কোথা তাহাদের ব্যথা ? কোথা সেদিনের অতুল রূপসী হৃদয়-প্রেয়সীচয় ? নিখিলের প্রাণে ছিল যে জাগিয়া আজ সে স্বপনো নয় ! ছিল সে নয়নে অধরের কোণে জীবন মরণ কত, বিকচ সরস তমুর পরশ কোমল প্রেমের মত । ○ゲぷ