পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভালো করে’ বলে’ যাও ওগো— ভালো করে’ বলে’ যাও ! বাশরি বাজায়ে যে কথা জানাতে সে কথা বুঝায়ে দাও ! যদি না বলিবে কিছু, তবে কেন এসে মুখপানে শুধু চাও ? আজি অন্ধ-তামসী নিশি । মেঘের আড়ালে গগনের তার সবগুলি গেছে মিশি’ । শুধু বদলের বায় করি’ হায় হায় আকুলিছে দশ দিশি । আমি কুন্তল দিব খুলে । অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশীথ-নিবিড় চুলে। দুটি বাহুপাশে বাধি নত মুখখানি বক্ষে লইব তুলে’ । সেথা নিভূত-নিলয়-সুখে আপনার মনে বলে? যেয়ো কথা মিলন-মুদিত বুকে । 8 ο Ψ)