বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল সবাই ঘুমায়, তুষ্টও ঘুমাগে তাহাদের সাথে মিলিয়া । ছড়ায়ে দিলাম দলগুলি তোর যেথা তোর বন-সর্থীরা সবাই ঘুমায় মুদিত নয়নে । তেমনি আমার সখারা যখন যেতেছেন মোরে ফেলিয়া, প্রেমহার হতে একটি একটি রতন পড়িছে খুলিয়া, প্রণয়ি-হৃদয় গেল গো শুকায়ে প্রিয়জন গেল চলিয়া, তবে এ আঁধার আঁধার জগতে রহিব বল কি বলিয়া । umangmumuntainmestumas ব্রাউনিং জায় ওই আদরের নামে ডেকো সখা মোরে ছেলেবেলা ওই নামে আমায় ডাকিত, তাড়াতাড়ি খেলা-ধূলা সব ত্যাগ করে’ অমনি যেতেম ছুটে কোলে পড়িতাম লুটে, রাশিকরা ফুলগুলি পড়িয়া থাকিত । 8 o