পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষ্টি পড়ে টাপুর টুপুর মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসিমুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরুগুরু বুক । বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌরাত্মিা, সে না যায় লেখাজোকা । ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে স্থ৪ি ওঠে কঁাপি । মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান— “বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান ।” মনে পড়ে স্থয়োরাণী দুয়োরাণীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো, চারিদিকের দেয়ালেতে ছায়া কালো কালো ; বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ— দস্তি ছেলে গল্প শোনে একেবারে চুপ্‌ ; তারি সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান— “বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান ।” কবে বিষ্টি পড়েছিল, বাণ এল সে কোথা ? শিবুঠাকুরের বিয়ে হ’ল কবেকার সে কথা ? 8 $