পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রভাত-সঙ্গীত

প্রাণের আবেগ রাখিতে নারি,
থরথর করি কাঁপিছে বারি,
টলমল জল করে থলথল,
কলকল করি ধরেছে তান।
আজি এ প্রভাতে  কি জানি কেনরে
জাগিয়া উঠেছে প্রাণ।
জাগিয়া দেখিনু চারিদিকে মোর
পাষাণে রচিত কারাগার ঘোর,
বুকের উপরে   আঁধার বসিয়া
করিছে নিজের ধ্যান।
না জানি কেনরে   এত দিন পরে
জাগিয়া উঠেছে প্রাণ।

জাগিয়া দেখিনু আমি আঁধারে রয়েছি আঁধা,
আপনারি মাঝে আমি আপনি রয়েছি বাঁধা।
রয়েছি মগন হয়ে আপনারি কলস্বরে,
ফিরে আসে প্রতিধ্বনি নিজেরি শ্রবণপরে।
গভীর—গভীর গুহা, গভীর আঁধার ঘোর,
গভীর ঘুমন্ত প্রাণ  একেলা গাহিছে গান,
মিশিছে স্বপন-গীতি বিজন হৃদয়ে মোর।
দূর-দূর-দূর হতে ভেদিয়া আঁধার-কারা
মাঝে মাঝে দেখা দেয় একটি সন্ধ্যার তারা।

৯০