পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আদরিণী


ধীরি ধীরি বাতাস গিয়ে আসে তারে দোলা দিয়ে,
চোখেতে চুমো খেয়ে যায়।
ঘুরে-ফিরে আশে পাশে বারবার ফিরে আসে,
হাতটি বুলিয়ে দেয় গায়।

এক্‌লা পাখী গাছের শাখে  কাছে তোর বসে থাকে,
সারা দুপুরবেলা শুধু ডাকে,
যেন তার আর কেহ নাই, সারাদিন এক্‌লাটি তাই
স্নেহভরে তোরে নিয়েই থাকে।
ও পাখীর নাম জানিনে, কোথায় ছিল কে তা’ জানে,
রাতের বেলায় কোথায় চলে যায়।
দুপুরবেলা কাছে আসে, সারাদিন বসে পাশে
একটি শুধু আদরের গান গায়।

রাতে কত তারা ওঠে ভোরের বেলা চলে যায়
তোরে ত কেউ দেখে না জানে না,
এককালে তুই ছিলি যেন ওদেরি ঘরের মেয়ে,
আজকে রে তুই অজানা অচেনা।
নিত্য দেখি রাতের বেলা এক্‌টি শুধু জোনাই আসে
আলো দিয়ে মুখ্পা‌নে তোর চায়
কে জানে সে কি যে করে, তারা-জন্মের কাহিনী তোর
কানে বুঝি স্বপন দিয়ে যায়।

১৯৭