পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ আর কতকগুলি পথিকের প্রবেশ ১ । আমাকে অপমান ! আমাকে চেনে না সে ! তার কাধে কটা মাথা আছে দেখতে হবে । তার ভিটেমাটি উচ্ছন্ন করে তবে ছাড়ব । ২ । ঠিক কথা । তা না হলে ত সে জব্দ হবে না । ১ । জবদ বলে জবদ ! তাকে নাকের জলে চোখের জলে করব । ৩ । সাবাস দাদা ! একবার উঠে পড়ে লাগ ত । ৪ । লোকটার বড় বাড় বেড়েচে । ৫ । পিপিড়ার পাখা ওঠে মরিবার তরে। ২ । অতি দপে হত লঙ্কা ! ৪ । আচ্ছা, তুমি কি করবে শুনি দাদা । ২। কি না করতে পারি । গাধার উপরে চড়িয়ে মাথায় ঘোল ঢালিয়ে সহর ঘুরিয়ে বেড়াতে পারি। তার এক গালে চুন, এক গালে কালি লাগিয়ে দেশ থেকে দূর করে দিতে পারি, তার ভিটেয় ঘুঘু চরাতে পারি। ( ক্রোধে প্রস্থান ) ১ম স্ত্রী। মাইরি দাদাঠাকুর, আর হাস্তে পারিনে, তোমার রঙ্গ রেখে দাও। ওমা, বেলা হয়ে গেল ! আজি আর মন্দিরে যাওয়া হল না। আবার আর এক দিন আসতে ২৭৩ 18