পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ সন্ন্যাসী । সুদূরে—অতি—অতি দুরে, বুঝিরে কোন সুরপুরে তারাগুলি ঘিরে বসে বঁাশরি বাজায় । মেঘেরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে, মুকিয়ে চাদের হাসি চুরি করে যায় । একিরে, চলেছি কোথা, এসেছি কোথায়, বুঝি আর আপনারে পারিনে রাখিতে । বুঝি মরি, ডুবি, বুঝি লুপ্ত হয়ে যাই।– ওরে কোন অতলেতে যেতেছি তলায়ে ; সর্ববাঙ্গে চাপিছে ভর, আঁখি মুদে আসে। চৌদিকে কি যেন তোরে আসিছে ঘিরিয়া কোথায় রাখিলি তোর পালাবার পথ ? ঘুমিয়ে ঘুমিয়ে যেরে যেতেছিস্ চলি, সহসা চরণে কোথা লাগিবে আঘাত বিনাশের মাঝখানে উঠিবি জাগিয়া । এখনি ছিড়িয়া ফেল স্বপনের মায়া । চল তোর নিজ রাজ্যে অনন্ত আঁধারে । শত চন্দ্র সূৰ্য্য সেথা ডুবে নিভে যাবে। ক্ষুদ্র এ আলোতে এসে হ’লু দিশেহারা, আঁধার দেয় না কভু পথ ভুলাইয়া ।