পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ বালিকা । সন্ন্যাসী । ( সন্ন্যাসী সবেগে গিয়া লতা ছিড়িয়া ফেলিয়া ) ও কি হল, ও কি হল, কি করিলে পিতা ? রাক্ষসী, পিশাচী, ওরে, তুই মায়াবিনী— দূর হ এখনি তুই যা’রে দূর হয়ে । এত বিষ ছিল তোর ওইটুকু মাঝে অনন্ত সাধনা মোর ধবংস করে দিলি ? ওরে তোরে চিনিয়াছি—আজি চিনিয়াছি— প্রকৃতির গুপ্তচর তুইরে রাক্ষসী, গলায় বাধিয়া দিলি লোহার শৃঙ্খল । তুইরে আলেয়া আলো, তুই মরীচিকা— কোন পিপাসার মাঝে, দুর্ভিক্ষের মাঝে কোন মরুভূমি মাঝে—শ্মশানের পথে কোন মরণের পথে যেতেছিস নিয়ে । ওই যে দেখিরে তোর নিদারুণ হাসি— প্রকৃতির চিত্তহীন উপহাস তুই— শৃঙ্খলেতে বেঁধে ফেলে পরাজিত মোরে হা হা করে হাসিতেছে প্রকৃতি রাক্ষসী । এখনো কি আশা তোর পূরেনি পাষাণী ?— এখনো করিবি মোরে আরো অপমান,— আরো ধূলা দিবি ফেলে এ মাথায় মোর, আরো গহবরেতে মোরে টেনে নিয়ে যাবি ?— ○>\と2