বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

বসন্ত আওল রে।
মধুকর গুন গুন, অমুয়া মঞ্জরী
কানন ছাওল রে।
শুন শুন সজনি হৃদয় প্রাণ মম,
হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুঃখ দহন সব
দূর দূর চলি গেল।
মরমে বহই বসন্ত সমীরণ,
মরমে ফুটই ফুল,
মরম কুঞ্জপর বােলই কুহু কুহু
অহরহ কোকিলকুল।
সখিরে উচ্ছল প্রেমভরে অব
ঢলঢল বিহল প্রাণ,