পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

চঁদনি রাতে দক্ষিণ বাতে
কুসুমিত কুঞ্জবিতানে,
সাধ যায় মম বিশ্ব মিলায়ব,
বাঁশিক সুমধুর গানে।
প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়,
রাধাময় তব বেণু।
জয় জয় মাধব, জয় জয় রাধা,
চরণে প্রণমে ভানু।


৩৪৫