পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

零2 পদাবলী । প্রসাদী স্থর-তাল একতাল।। মন কি কর তত্ত্ব র্তারে । ওরে উন্মত্ত, অর্ণধার ঘরে ॥ সে যে তাবের বিষয় ভাব বর্তীত, অভাবে কি ধৰ্বে পারে । মন গ্রে শণী বশীভূক্ষ, কর তোমার শক্তি সারে। ওরে কোঠার ভিঙ্গব চোর কুঠারী, ভোর হলে সে লুকাৰে রে ; স্বভৃদর্শনে দশন পেলেম না, আগম নিগম তন্ত্ৰঘোরে । সে যে ভক্তি রগেব রসিক, সদানন্দে বিরাজ কৰে পুরে " সে ভাব খুঞ্জে পরম ৰোগী, যোগ করে যুগযুগান্তরে । চলে স্তাবের উদর লয় সে যেমন, লোঙ্গকে চুম্বকে ধরে । প্রসাদ ৰসে মাতৃভাবে আমি তত্ত্ব করি র্যারে । সটা চfতরে কি ভাঙবে ইfড় বুঝবে মন ঠারেঠোরে ॥৪১ রাগিণী জংল-তাল একতালী ৷ মায় রে পরম কৌতুক । মায়াবদ্ধজ8ন ধাবতি, আবদ্ধজনে লুটে সুখ । আবি এই আমার এক্ট, এভাব তাবে মুর্থ সেই । মনরে ওরে, মিছামিছি সার ভেবে, সাহসে বধিছ বুক । আমি কেবা মাদার কেবা, জানি ভিন্ন আছে কেব ! মনরে ওরে, কে করে কাগর সেবা, মিছা ভাব ছখ ইথ • দ্বীপ জেলে আঁধার ঘরে, দ্রব্য যদি পীর করে, মনরে ওয়ে, তখনি নির্মাণ করে, মা রাখে রে একটুক । প্রজ্ঞ অট্টালিকায় থাক, আপুনি আপন দেখ । রামপ্রসাদ বলে মশারি তুলিয়া দেখ রে মুখ ॥৪২