পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

rbo পদাবলী । আতঙ্গে মাতঙ্গ ধায়, পতঙ্গে পতঙ্গ প্রাক্ট, মনে বাসি শশী থপি, পড়ে তরাসে । নিরুপমা রূপছটা, ভেদ করে ব্ৰহ্মকটা, প্রবল দনুজঘট!, গেলে গরাসে । ভৈরবী বাজার গাল, যোগিনী ধfরছে তাল, মরি কিবা সুরসাল, গান বিভাসে । নিকটে বিবুধ বধূ, যন্তনে যোগায় মধু, দোলায়ে বদন বিধু মৃদু মৃদ্ধ হাসে । সবাকার বাশা আসা, ঘুচায়েছে আসা বাস, জীবনে নিরাশা, ফিয়ে না যায় বাসে । ভণে রামপ্রসাদ যায়, নাম লয়ে শ্যাম মার, আনন্দে বাজায়ে দাম চল কৈলাসে ॥১১৩ =حصمیم -تست= রাগিণী মল্লার—তাল খয়রা । এলোকেশে কে শবে এলোরে বাম । নখরনিকর হিমকরুবর রঞ্জিত ঘন তনু মুখ হুিমধাম । নব নব লঙ্গিী, নব রসরঙ্গিনী, হাসত ভাৰ্যত নাচত বাম । কুলবালা বাহুবলে, প্রবল দনুজদলে, ধরতিলে হতরিপু সম । ভৈয়ৰ ভূত প্রমথগণ, ঘন য়বে রণজয়ী শ্যাম । করে কয়ে ধরে তাল, বব বম বাজে লাল, ধ। ধ। ধ। গুড়, গুড়, বাজিছে দামাম ৷ ভব ভয় ভঞ্জন, হেতু কবিয়ঞ্জন, মুঞ্চতি করম স্বনাম। তব গুণ শ্রবণে, সতত মম মনে, ঘোর তবে পুনরপি গমন বিরাম ॥১১৪