পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । "r বটচক্রে চক্র করি, কমলে করে বসতি । সে যে সৰ্ব্বদলের দলপতি, সঙ্গসঙ্গলে করে স্থিতি ॥ নেংট। বেশে শক্র নাশে, মহাকাল হৃদয়ে স্থিতি । ওরে বল দেখি মন সেবা কেমন, নাথের বুকে মারে নাখি ॥ প্রসাদ বলে মায়ের লীলা, সকনি জানি ডাকাতি । ধরে সাবধানে মন°কর ঘাতন, হবে তোমার শুদ্ধমতি ॥১৪৯ প্রসাদী সুর—তাল একতালা । এই দেখ সব মার্গ র খেলা ৷ মাগীর আগুভাবে গুপ্তলীল; ॥ স্বগুণে নিগুণে বধিয়ে বিবাদ, ডেলা দিয়া ভাঙ্গে ডেল। মাগী সকল বিবরে সমান রাজি, নারাজ তয় সে কাযের বেলা ॥ , প্রসাদ বলে থাক বসে, ভবাবে ভাসিয়ে ভেল। যখন জোয়ার আসবে উল্লিয়ে যাবে, ভাটিয়ে যাবে ভtটার বেলা ॥১৫০ മ്മബ:ജ്ഞ প্রসাদী হর—তাল একতাল। । , শমন অশোর পথ ঘুচেছে। অামার মনের সন্ধ দূরে গেছে । , ওরে আমায়ু ঘরের নবদ্বারে, চারি শিব চৌকি রয়েছে। ●ቖ గా ঘর রয়েছে তিন রক্ষুতে বাধা আছে। সহস্র দর্ণকমলে শ্রীনাথ, অন্তর দিয়ে বসে আছে { দ্বারে আছে শক্তি বাধা চৌকীদারী ভার লয়েছে। সে শক্তির জোরে চেতন করে তাইতে প্রাণ নিৰ্ভয়ে আছে ।