পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৮ পদাবলী । মৃত্যুর প্রাক্কালীন সঙ্গীত চতুষ্টয়। রাগিণী মূলতান—“তাল একতাল।। কাণাগুণ গেয়ে, বগল বাজারে,এতন্ত্র তরুণী সুরা করি চল বেয়ে তবের ভাবনা কিব। মনকে ক মেয়ে ॥ দক্ষিণ বাতাসমূল, পৃষ্ঠদেশে অমুকুল, অণ;য়ালে পাবে কুল, কাণরবে চেয়ে । শিব নহেন মির্থ্যবাদী, অজ্ঞাকার অনিমাধি, প্রসাদ বলে প্রতিধাদী পলাইবে ধেয়ে ॥২১৩ প্রসাদী মুর-তাল একতাল । বল দেখি ভাই কি হয় মোলে। এই বাদামুবাদ করে সকলে ॥ কেউ বলে ভূত প্রেত হবে, কেউ বলে তুই স্বগে ধাবি, cকউ বলে যালোক্য পাবি, কেউ বলে সাযুজ্য মেণে । বেদের আভাস, তুই ধটাকাশ ঘটের নাশকে মরণ বলে । wo শূন্যে তে পাপপুণ্য গণ্য, মান্য করে সব খেয়ালে । এক ঘরেতে বাস করিছে গঞ্চজনে মিলেজুলে । সে যে সময় হ’লে আপন। আপনি যে যার স্থানে যাবে চলে ॥ প্রসাদ বগে যা ছিলি ভাই তাই হবি রে নিদান কালে । ধেমন জলের বিশ্ব জলে উদয় লর হয়ে সে পিশায় জুলে ॥২১৪