পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बांडून ब्रिक পাহাড়-গল ঢেউ উঠেছে গতীর বদলাগর থেকে, গলল এবার কঠোর তুষার দীপ্ত কবির কিরণ লেগে ; বাতাসে আজ রোল উঠেছে "নিঃস্ব ভারত রত্ব রাখে ।” সপ্ত-ঘোটক-রথের রবি সপ্ত-সিন্ধু-ঘোটক হাকে ।

  • o 鲁 O

বাহুর বলে বিশ্বতলে করিল যা নিঞ্জনিয়া,— বাংলা আজি তাই করিল –‘হিয়ায় ধরি কোন অষিয়া ! মানবতার জন্মভূমি এশিয়ার সে মুখ রেখেছে— • মর্চে-পড়া প্রাচীন বীণার তারে আবার তান জেগেছে । তান জেগেছে—প্ৰাণ জেগেছে—উৰোধিত নূতন দিন, ভুজঙ্গ আজ নোয়ায় মাথা, ভেদের গরল বীৰ্য্যহীন । 鸚 尊 尊 俸 জাছর মুলুক বাংলা দেশে চকোর পার্থীর আছে বাসা, তাহার ক্ষুধা সুধার লাগি, সুধার লাগি তার পিপাসা। পূৰ্ব্বাকাশে গান গাছে সে, পশ্চিমে তার প্রতিধ্বনি, আজকে তাহার গান শুনিতে জগৎ জাগে প্রহর গণি ; অস্তরে সে জোয়ার আনে না জানি কোন মন্তরে গো - অন্তরীক্ষে সন্তোজাত নুতন তারা সস্তরে গো ! 事 姊 制 擊 বাংলা দেশের মুখপানে আজ জগৎ তাকায় কৌতুহলী, বঙ্গে ঝরে পরীর হাতের পুণ্য-পারিজাতের কলি । 'বঙ্গভূমি ! রম্য তুমি' বলছে হোর, শোন গো তোর, “ধন্ত তুমি বঙ্গ কবি পরাও প্রেমে রাখীর ডোরা ; বিশ্বে তুমি বক্ষে বাধ, শক্তি তোমার অল্প নয়, ধ্ৰুৰতারার পিয়ালী গো শুভ তোমার অভু্যদয় ।” 尊 Q 鲁 命 অন্ধকার এই ভারত উজল রবি তোমার রশ্মি মেখে, তাই তো তোমার অর্থ্য এল নৈশ রবির মুলুক থেকে ঃ Yo Go