পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন যায় ভুলে সাম্রাজ্য-মাতাল কোথায় মিশর, কোথায় আস্থরিয়া, খালদি, তাতার, রোম লে কোথায় আজি, কই বাবিলন, আরব, ইরাণ ? কই মাসিডন, রয় কিনা রয় জীয়া রখ-পাখীদের জরাগবের সাজ । কই ভারতের বরুণ-ছত্ৰ—দিগ্বিজয়ীর সাগর-জয়ের স্মৃতি ? মহালোনা মুখত্রা আজ কার? বব, জীবিজয়, সমুদ্রিকা, বরুণিক কাদের বাড়ায় প্রতি ? ● সিংহলে কার জয়ের অহঙ্কার? পড়ে আছে অচিন্‌ দ্বীপে ছিম্পানীয়ার দর্পদেহের খোলা— বfাজরা জাহাজ তিমির পাজর হেন, পর্তুগীজের সমান ভাগে গোল পৃথিবীর নিলে যে আধ-গোল ফিলিপিনায় পিন্‌ পুতে ঠিক যেন। কোথায় মায়া-রাষ্ট্র বিপুল মাওরি-পেরু-লঙ্কা-মিশর জোড়া ? ছায়ার দেশে বুঝি স্বপন-রূপে ? হারিয়ে গতি ধাবন ব্রতী ময়দানবের সিদ্ধচারী ঘোড়া বাড়ব-শিখায় নিশাস ফেলে চুপে। " 弗 谤 鲁 * আজ বরফের নুতন প্রাতে আলোক-পাতে প্রাণ করে প্রার্থনা— ওগো প্ৰভু ! ওগো জগৎ-স্বামী !— প্ৰণব-গানে নিখিল প্রাণে নবীন যুগের কর প্রবর্তন, জ্যোতির রূপে চিত্তে এস নামি’। সকল প্রাণে জাগুক রাজা ; যা রাজাদের রাজাগিরির নেশা ; জগৎ জয়ের যাক থেমে তাওব, যুচাও হে দেব ! নিঃশেষে এই মানুষ জাতির মানুষ-পেষণ পেশা, 鴨 চিরতরে হোক সে অসম্ভব। দেশ-বিদেশে শুনছি কেবল রোজ রাজাসন পড়ছে খালি হ’য়ে, সে-সব আসন দখল কর ভূমি, g ১৩৮