পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন তফাৎ থেকে হিতের সাধন মোদের ধারা নয়, ভিক্ষা দেওয়ার মতন দেওয়ায় ভরবে না যুদয়, অনুগ্রহের পায়সে কেউ ঘে সবে না গন্ধে, আপন জেনে ক্ষুদ কুড়া দাও খাবে আননে । পরকে আপন জানতে হবে, ভুলতে আপন পর,— অগাধ স্নেহ অসীম ধৈৰ্য্য অটুট নিরস্তর। পিতার দৃঢ় ধৈৰ্য্য, মাতার গভীর মমতা প্রত্যেকেরি মধ্যে মোদের পায় গো সমতা ; পিতার ধৈৰ্য্যে মানব-সেবা করব প্রতিদিন, মাতার স্নেহ বিশ্বে দিয়ে শুধব মাতৃঋণ । 帝 * * দীপ্তিহার। দীপ নিয়ে কে ?—মুখটি মলিন গো ! চকমকি কার হাতে আছে ?–জাগাঁও ফুলিঙ্গ,— জাগীও শিখা—সঙ্গীরা সব মশাল জেলে নিক, এক প্রদীপের প্রবর্তনীয় হোক আলো দশদিক্ । এক প্রদীপে দিকে দিকে সোনা ফলাবে, একটি ধারা মরু-ভূমির মরম গলাবে। 肇 帝 事 সত্য সাধক ! এগিয়ে এস জ্ঞানের পূজারী, • অজ্ঞমনের অন্ধ গুহায় আলোক বিথারি” । শিল্পী । কবি ! সুন্দরেরি জাগাও সুষম,— অশোভনের আভাস—হ'তে দিও না জমা । দুঃস্থ জনে সুস্থ কর আনন্দ দিয়া । জুৰী ! তোমার স্বথের ছবি পূর্ণ হ’তে দাও, ফুখী-হিয়ার দুঃখ হর হরফ যদি চাও । নইলে মিছে শ্মশানে আর বাজিয়ো না বঁাশী, হেস না ঐ অর্থবিহীন বীভৎস হাসি । 669ל