পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাব্য-সঞ্চয়ন দিশে হারায়, যার ভেসে যায় স্রোতের টানে কোন দেশে রে - মরা গাঙ আর সুর-সরিৎ এক হয়ে যেথায় মেশে রে! কোথায় তারা ফুরিয়েছে, আর জোনাক কোথা হয় মুরু যে cनहे किछूब्रहे टैिक टैिकांना চোখ যে আলী রতন উছে। 骼 臀 髒 আলেয়াগুলো দপদপিয়ে জলছে নিবে, নিবছে জলে,” উন্ধোমুখী জিব মেলিয়ে চাটুছে বাতাস আকাশ-কোলে । আলেয়া-ছেন ডাক-পেয়াদা আলেয়া হতে ধায় জেয়াদ, ' একলা ছোটে বন বাদাড়ে ল্যাম্পো-হাতে লক্ড়ি-ঘাড়ে ; সাপ মানে না, বাঘ জানে না, ভূতগুলো তার সবাই চেন, ছুটুছে চিঠি পত্র নিয়ে ब्रन्वनिरग्न एन्शनिग्झ । বাশের ঝোপে জাগছে সাড়া, কোল-কুঁজে বঁাশ হচ্ছে খাড়া, জাগছে হাওয়া জলের ধারে, চাদ ওঠেনি আজ মাধারে । SC 3