পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कौग्लि-जद्रव ওড়নাখানি উড়িয়ে দেব অঙ্গরাখার পর, তোমরা সবাইজেনে থাক, আসবে আমার বর! (আমি ) বরের ঘোড়ায় চড়ে যাব কৰ্বে বরের ঘর। ওড় নাখানি উড়ছে আমার বসন্ত হাওয়ায়, ঘোড়ার ক্ষুরের শক গো ওই দুরে শোনা যায়, (আমি) পরের ঘরে কর্ক আপন, আমায় দাও বিদায়। कौनान्नप्लग्न *-कि१' अंश् গোপিকার গান ছি ছি, কি লাজ, রাখাল! রাখাল ! লজ্জা সরম নাই ; চুমা দিয়ে পালিয়ে যাবে দুইছি যখন গাই। গোলাপ কত ফুটছে আবার, বকুল হেসে লুটছে আবার, তুমি এসে চুমা দিলে দুইছি যখন গাই! রাখাল এসে পিছন থেকে চুমা দিয়েই পালাল ভাই, ধরব তারে কেমন ক’রে দুইতে দুইতে গাই ; পায়রা কত উড়ছে আবার, কোকিলে গান জুড়ছে আবার, রাখাল এসে চুমা দিলে দুইছি তখন গাই। २**