পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাসন্তী স্বপ্ন আমার আঁধার ঘরে, রাতে এসেছিল হাস্ক বাতাস ফাল্গুনী লীলাভরে.! আমারে ঘিরির ঘুরে ফিরে শেষে চুপে চুপে বলে “ওরে! : উড় উড়, মন উড়াব আজিকে,— সাথে নিয়ে যাব তোরে।" সাগরে চলিল ধারা, জ্যোৎস্না-জড়িত শতেক যোজন মিলায় স্বপন পারা । মন-রাথা ওগো মনের রাখাল ! এন্থ কি তোমারি দেশে ? চান্দা নদীর কিনারে কিনারে ফাগুনী হাওয়ায় ভেসে ? ক্ষণিক স্বপ্লাবেশ আঁখির পলক পড়িতে টুটিল ছয়ে গেল নিঃশেষ । ব্যথিত নয়ম লুকাস্থ যেমন বিতর্থ শয্যা-মাকে, পরাণ আমার হ’ল উপনীত অমনি তোমার কাছে । Ch: ) ->