পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিংহল (“Young Lochinvar” on sow ) ওই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ ! শুই চন্দন যার অঙ্গের বাস, তাম্বল-বন কেশ । ষার উত্তাল তাল-কুঞ্জের বায়—মন্থর নিশ্বাস ! আর উজ্জল যার অম্বর, আর উচ্ছল ষার হাস ! ওই শৈশব তার রাক্ষস আর যক্ষের বশ, হায়, আর যৌবন তার সিংহের বশ,—সিংহল নাম যায় এই বঙ্গের বীজ গুগ্রোধ প্রায় প্রান্তর তার ছায়, আজো ৰঙ্গের বীর "সিংহে'র নাম অন্তর তার গায় । ওই বঙ্গের শেষ কীৰ্ত্তির দেশ সৌরভময় ধাম । কাঠ শক্কর যার বল্কল-বাস, সিংহল ষার নাম । যার মন্দির সব গম্ভীর,—তার বিস্তার ক্রোশ দেড় ; যার পুষ্কর-মেঘ পুষ্কণীর দশ ক্রোশ ঠিক বেড়। ওই ফাত্তন আর দক্ষিণ বায়—সিংহল তার ঘর, হায় লুন্ধের প্রায় সিংহল ধায় বঙ্গের অন্তর ; ছিল সিংহল এই বঙ্গের, হায়, পণ্যের বন্দর, ওগো বঙ্গের বীর সিংহল-রাজ-কন্তার হয় লর । ওই সিংহল দ্বীপ স্বন্দর, শুাম,—নিৰ্ম্মল তার রূপ, তার কণ্ঠের হার লঙ্গর ফুল, কপূর কেশ-ধূপ ; আর কাঞ্চন তার গৌরব, আর মৌক্তিক তার প্রাণ, আর সম্বল তার বুদ্ধের নাম, সম্পদ নিৰ্ব্বাণ । ՎԶ շ