পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছেলের দল ওরাই রাখে জালিয়ে শিখা বিশ্ব-বিদ্যা-শিক্ষালয়ে, वक्लशैटन एषन्न लिङि ङिच्हां भांश बणंी श्*८ग्न ; পুরাতনে শ্রদ্ধা রাখে নূতনেরও আদর জানে ওই আমাদের ছেলেরা সব,—নেইক দ্বিধা ওদের প্রাণে ; ওই আমাদের ছেলেরা সব—ঘুচিয়ে অগৌরবের রব দেশ দেশাস্তে ছুটছে আজি আনতে দেশে জ্ঞান-বিভব ; মার্কিনে আর জন্মনিতে পাচ্ছে তারা তপেক ফল, হিবাচীতে আগুন জেলে শিখছে ওরা কাজাকল ; হোমের শিখ ওরাই জালে, জ্ঞানের টীকা ওদের ভালে, সকল দেশে সকল কলে উৎসাহ-তেজ আচঞ্চল, ওই আমাদের আশার প্রদীপ, ওই আমাদের ছেলের দল । মানুষ হ’য়ে ওরা সবাই অমান্বষী শক্তি ধরে, যুগের আগে এগিয়ে চলে, হাস্তমথে গর্বভরে ; প্রয়োজনের ওজন-মত আয়োজন সে কৰ্ত্তে পারে, ভগবানের আশীৰ্ব্বাদে বইতে পারে সকল ভারে । ওই আমাদের ছেলের সব,—ক্রটি ওদের অনেক হয়,— মাঝে মাঝে ভুল ঘটে ঢের,—কারণ ওরা দেবতা নয় ; মাঝে মাঝে দাড়ায় বেঁকে নিন্দ গুনে অনর্গল, প্রশংসাতেও হয় গো কাবু,—মনের মতন দেয় না ফল ; তবু ওরাই আশার গনি,— সবার আগে ওদের গণি, পদ্মকোষের বজ্রমণি ওরাই ধ্রুব স্বমঙ্গল ; আলাদিনের মায়ার প্রদীপ ওই আমাদের ছেলের দল । மறுஅயைய_மய లిసె