পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন তোমরা খুঁজিবে কিনা জানি না ; সকলে চাহিয়াছি আমি ; খেলায় দিয়েছি যোগ, আমি তোমাদের ছিনু অনুগামী । তোমাদের মাঝে এসে অনেক ঘটেছে কলহ বিবাদ, আজ ক্ষমা চাহিতেছি, ক্ষমা কর ভাই মোর অপরাধ । আমার একান্ত ইচছা ভাল মন্দ সবে তুষ্ট রাখিবার, সে চেষ্টা বিফল হ'য়ে গেছে বহু বার অদৃষ্টে আমার । আমি যদি কারো প্রাণে ব্যথা দিয়ে থাকি, আজ ক্ষমা চীষ্ট ; স্বেচ্ছায় বেদন’ মোরে দt ও নাই কেন্স,— আমি জানি, ভাই ! তোমাদের কাছে যাহা পেয়েছি সে মোর চির জনমের, উঠাতে চাহিলে আর উঠিবে না কভু চিহ্ন মরমের । খেলাধুলা কতমত অশ্রাভর স্মৃতি সারা জীবনের, মেলামেশা, ভালবাসা, কোলাহল, গীতি, আনন্দ মনের, — বেমন রয়েছে অঁাকা মরমে আমার রবে সে তেমনি, যা কিছু প্রাণের মাঝে করেছি সঞ্চিত অমূল্য সে গণি । 88