পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\V,° কামিনী কুসুম। আবেশেতে অঙ্গ টলে, প্রেমভরে পড়ে ঢোলে, যেন মলয় হিল্লোলে পরিমল লোভিল ॥ চপলা । এইত ভাই আমাদের হ’ল । এই বার তুমি গাও । হেম । আবার, আমি একল। দুটো গেয়েছি আপনারাও সকলে দুটো ক’রে গান । ৮পল । বল কি ! সততে কাজ নেই। গ'লে ভাই, আর একটা গt । ভৈরবী – খেম্টা। মরি কি সুন্দর রূপ হেরিলাম সজনি । দিনমণি সঙ্গে যথা রঙ্গে নাচে মলিনী । মনোহর মনোরমা, অপরূপ অনুপম, নয়ন ভ্ৰকুট ভঙ্গে মনোমথ-মোহিনী । আনন্দে পতির সঙ্গে, ভাসবে প্রেমতরঙ্গে - মিশাইবে অন্ধুে অঙ্গে, রঙ্গে দিবা যামিনী ৷ চপল । এখন উস্থল হ'ল ড ! এইবার তুমি গাও । cহম । এর মধ্যেই কি ! আপনাদের সব দুটো ক’রে গাইতে হবে । - চপল । মাইরি নাfক, যা বল্লে, ভাই হ'ল । আবার চালাকি কেন ; গাও না । ছেম । আর নিদেন একটা গান। আপনাদের কাছে গাওয়৷ আমার কেবল হাস্যাম্পদ হওয়া মাত্র । গাইতে । জানলে ক্ষতি ছিল না।’ বিমলা । তা হোকৃ খারাব হলেও ত তোমার দাম কেউ