ミミや
বর্ণেন রক্তগৌরাঙ্গঃ প্রাংশুস্তঙ্গাঙ্গ উন্নতঃ ।
[ মহাভরত।
উপদেশ প্রদান ।
মুনি বলে মহাশয়,
হেনমতে থাকেন পাণ্ডব । একদিন আচম্বিত,
সৰ্ব্বত্র গমন মনোভব ॥
শুন শুন জন্মেজয়,
শ্ৰীনারদ উপনীত,
একক অনেক সহ,
ভক্ষ্যদ্রব্য যথাযথ,
তব অনুরক্ত যত,
বিচার ত না কর। কাৰ্য্যেতে কি রাখ মুখ্যগণ ॥
ন্যায় মূল্যে কিন তন্ত না রাখহ দ্বিজের দক্ষিণ ।
ভয়ে কি শরণাগত দুঃখ ত না পায় কোন জন ॥
ধ্যান জ্ঞান যোগ যুজ্য, অমর অস্থর পূজা, বিজ্ঞ যোগ্য পুরোহিত, দৈবজ্ঞ জ্যোতিষবি
চতুৰ্ব্বেদ জিহবাগ্রেতে বৈসে ।
ব্ৰহ্মার অঙ্গেতে জন্ম, বিজ্ঞ যত ব্ৰহ্মকৰ্ম্ম, .
ব্ৰহ্মাণ্ড ভ্ৰমেণ অনায়াসে ॥ পরমার্থ অনুবন্ধি,
কলহ গায়নে বড় প্রীত ।
শিরেতে পিঙ্গল জটী, ললাটে পিঙ্গল ফোট
শ্রবণে কুণ্ডল স্মিত সিত ॥ মুখে হরিনাম স্রবে,
গতি মন্দ জিনিয়া মাতঙ্গ । বারিজ নয়নযুগে,
পুলকে কদম্ব পুষ্প অঙ্গ ॥ শরদিন্দু মুখাম্বুজ,
প্রোজ্জ্বল অনল দীপ্ত কায় । পরিধান কৃষ্ণাজিন,
উপনীত পাণ্ডব-সভায় ॥
বিজ্ঞেয় বিগ্রহ সন্ধি,
বহে বারি যেন মেঘে,
সঙ্গে মুনি কত জন,
ভুজস্থ বীণার রবে, ,
আজানুলম্বিত ভুজ,
দেখিয়া নারদ ঋষি, যে ছিল সভাতে বসি, '
সন্ত্রমে উঠিলা ততক্ষণে । আস্তে ব্যস্তে ধৰ্ম্মস্থত,
প্রণাম করেন শ্রীচরণে ॥ সুগন্ধি উদক দিয়া,
বসিতে দিলেন সিংহাসন ।
যথা শিষ্ট ব্যবহার, পাদ্য অর্ঘ্য দিয়া তার,
ভক্তিভাবে করেন পূজন ॥ তবে মুনি স্নেহবশে,
কহ রাজা ভদ্ৰ আপনার ।
কুলের কৌলিক কৰ্ম্ম, ধন উপাৰ্জ্জন ধৰ্ম্ম,
নিৰ্ব্বিল্লেতে হয় কি তোমার ॥ সাধু বিজ্ঞ যত জন,
এ সবার রাখ কি বচন ।
সহোদরগণযুত,
পদযুগ পাখালিয়া,
জিজ্ঞাসেন মৃত্নভাষে,
অনুরক্ত মন্ত্ৰিগণ,
|
আছে কি বৈদ্য চিকিৎক। অনাথ অতিথি লোকে, অনল ব্রাহ্মণমুখে সদা দেহ ঘৃত অন্নোদক । রাজ্যের যতেক রাজা, পায় যথোচিত পূজা
সবে অনুগত তো তোমার । । ধান্য ধন বহুমত, উদক আয়ুধ হত
পূর্ণ করিয়াছ তো ভাণ্ডার ॥ প্রাতঃকালে নিদ্রাবশ,বৈকালেতে ক্রীড়ারস
আলস্য ইন্দ্রিয় নিবারণ । ধৰ্ম্মকৰ্ম্মে ধনব্যয়, করি নিত্য উপচর
পুত্রবৎ পাল প্রজাগণ ॥ বিবিধ অনেক নীতি, জিজ্ঞাসিল মহামতি
পুনঃ পুনঃ ব্রহ্মার নন্দন । শুনি ধৰ্ম্ম অধিকারী, কহিলা বিনয় করি
প্ৰণমিয়া মুনির চরণ ॥ - অবধান তপোধন, করি এক নিবেদন
চরাচর তোমার গেfচর । এই সভা মনোহর, অনুরূপ মুনিবর দেখিয়াছ ব্ৰহ্মাণ্ড ভিতর ॥ যুধিষ্ঠির বাক্য শুনি, ঈষৎ হাসিয়া মুনি
কহেন সকল বিবরণ । তোমার সভার প্রায়, মনুষ্য-লোকেতে রয় নাহি দেখি শুনহ রাজন ॥ ব্ৰহ্মার বিচিত্র সভা, হেন কৈলাসের প্রভ
ইন্দ্র যম বরুণের পুরী। দেখিয়াছি যথা তথা, মনুষ্যে অদ্ভুত কথ শুন কিছু কহি ধৰ্ম্মকারী। রাজা বলে সবিনয়, কহ মুনি মহাশয়
সে সকল সভার বিধান ।
পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৮৫
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
