বিষয়বস্তুতে চলুন

পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- শল্যপর্বব । ] -تحصحسیحیحسیس এনির সমরে ধায় গান্ধীর নন্দন । নকল পাছে থাকি দেয় ছর্য্যোধন । శ3? ఇ క్క్లో বিভাগ । ৯ মনদি পঞ্চাশ কোটি সহস্ৰেক নাগ । inকল যোদ্ধার মাঝে শকুনি প্রধান । छूई দলে মিশামিশি বাধিল সংগ্রাম । প্রতিজ্ঞা আছয়ে পূর্বে শকুনি বিনাশে । দই হেতু সহদেব অধিক আবেশে ॥ বে শকুনি হইল মিশামিশি। a অন্ধকার, নাহি জানি দিবানিশি ॥ থে রথে গজে গজে তুরঙ্গে তুরঙ্গ । 臀 তুমুল যুদ্ধ দেখি যোদ্ধাভঙ্গ । কেশাকেশী মুখামুখী ভূজে যায় তাড়ি । রণে চরণ ছাদি ধায় গড়াগড়ি ॥ হনমতে যোদ্ধাগণ করে মহারণ । মীর মার শব্দ করি করয়ে গর্জন ॥ বাণে অন্ধকার হৈল সংগ্রামের স্থলী । ধী রথী মহাযুদ্ধ সবে মহাবলী ॥ বহিল শোণিত নদী অতি ভয়ঙ্কর । t খোড়া ভাস চলে সংগ্রাম ভিতর বিষম সমরে বহু পড়িল বাহিনী । }প্ত শত অশ্ব শেষ রাহুল শকুনি ॥ অনুমতি মতে পরম সাহসে । গুব-বাহনা ভঙ্গ দিল চারি পাশে । হসে শকুনি যুঝে ধরিয়া ধনুক । ণাঘাতে পাণ্ডুসেন না’হ বন্ধে বুক ॥ পদ বক্ষ কার কাটে খণ্ড খণ্ড । গুল সহিত কার’ কাটি পাড়ে মুগু ॥ করি শকুনি বাহিনী বিনাশিল । ই দুখ সহদেব সত্ত্বরে ধাইল ॥ না হ্রগতি দেখি কৃষ্ণ মহাশয় । কয়ী বলেন কেন সেনাভঙ্গ হয় । দ্রণ কর্ণ আদি সমুদ্র তাঁরয়া । শর যুদ্ধ কেন মঞ্জল আলিয়া ॥ রে মার আজি মনর্থের মুল । গেৰে ক্ষত্ৰকুল হইল নিৰ্ম্মল । মহামৃগমদোদাম কুঙ্কুমারুণবিগ্রহাং l Woo So শুনিয়া অৰ্জুন কোপে গণ্ডীব বরিয়া । ক্ষুদ্র মৃগে ধায় যেন সিংহ খেদাড়িয়া ॥ মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ সঙ্গদেবের হস্তে শকুনি বধ । গাণ্ডাব ধরিয়া পার্থ যুঝেন তখন । ছিন্ন ভিন্ন করিলেন কুরুসেনাগণ ॥ কেহ ডাকে মাতাপিতা কেহ চাহে জল । সাহসে শকুনি যুঝে বাহিনী সকল ॥ ধৃষ্টদ্যুম্ব সহ যুঝে রাজা দুর্য্যোধন । মহাঘোর যুদ্ধ হয় ঘোর দরশন a বাণে কাটি পাড়ে তাহ রাজা দুর্য্যোধন । করিলেন সৈন্যোপরি বাণ বরিষণ ॥ সন্ধান পূরিয়া আইল ধৃষ্টদ্যুম্ন বীর । অৰ্দ্ধচন্দ্ৰ দিয়া কাটে সারথির শির ॥ পঞ্চ বাণে ধনু কাটে ধ্বজ ছত্র আর । বাণে খণ্ড খণ্ড রথ করিল রাঙ্গার ॥ সহিতে না পারি ভঙ্গ দিল দুৰ্য্যোধন । লাফ দিয়া সৈন্যমধ্যে পড়িল তখন ॥ অপমান পেয়ে রাজা ধায় দুর্য্যোধন । শকুনির কাছে আসি দিল দরশন ॥ তবে রাজা কৃতবৰ্ম্ম মহাবলবান । ভীমসেন সহ যুঝে হয়ে সাবধান । ক্ষণেক রহিয়া তবে ভীম মহাবীর । বাণেতে বিন্ধিল যোদ্ধাগণের শরীর ॥ বাণ বাণে কাটে কৃতবৰ্ম্ম ক্রোধমন । মহাকোপে এল বীর পবননন্দন ॥ যুদ্ধ করে কৃতবৰ্ম্ম কারয় বিক্রম । মহাযুদ্ধ করে দেহে নাহি পরিশ্রম u দুইজনে মহাযুদ্ধ করে বfর বার। তাহা দেখি যোদ্ধাগণ হৈল অগ্রসর । ভীমসেন করে রণ অনেক বিশেষ । নিৰ্ম্মল হইল সেনা অল্প অবশেষ । একী ভীম সর্বব সৈন্য করিল বিনাশ । দেখিয়া কৌরবগণ পাহল তরীপ :