পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৬
কাহিনী

ক্ষীরো


এ সংসারের এই তো প্রথা,
দেওয়া নেওয়া ছাড়া নেইকো কথা।
ভাত তুলে দেন মোদের মুখে,
নাম তুলে নেন পরম সুখে।
ভাত মুখে দিলে তখনি ফুয়োয়,
নাম চিরদিন কর্ণ জুড়োয়।

চতুর্থী


ওই বউ নিয়ে ফিরে এল নেকি।

বধূসহ দ্বিতীয়ার প্রবেশ


প্রথমা


কী পেলি লো বিধু, দেখি দেখি দেখি।

দ্বিতীয়া


শুধু একজোড়া রতনচক্র।

তৃতীয়া


বিধি আজ তোরে বড়োই বক্র
এত ঘটা করে নিয়ে গেল ডেকে,
ভেবেছিনু দেবে গয়না গা ঢোকে।

চতুর্থী


মেয়ের বিয়েতে পেয়ারি বুড়ি
পেয়েছিল হার, তা ছাড়া চুড়ি।