পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
১০৯

ক্ষীরো


ধর্মও রাখো, ঝগড়াও থাক্‌,
গলা হেড়ে আর বাজিয়ো না ঢাক।
পেট ভরে খেলে, করলে নিন্দে,
বাড়ি ফিরে গিয়ে ভজো গোবিন্দে।
[প্রতিবেশিনীগণের প্রস্থান
ওরে বিনি, ওরে কিনি, ওরে কাশী!

বিনি কিনি কাশীয় প্রবেশ


কাশী


কেন দিদি?

কিনি


কেন খুড়ি?

বিনি


কেন মাসি?

ক্ষীরো


ওরে খাবি আয়।

বিনি


কিছু নেই খিদে।

ক্ষীরো


খেয়ে নিতে হয় পেলেই সুবিধে।

কিনি


রস্‌করা খেয়ে পেট বড়ো ভার।

ক্ষীরো


বেশি কিছু নয়, শুধু গোটা চার