এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
©) - কিঞ্চি জলযোগ । একটা বাড়িতে তুমি গিয়ে পড়বে, সেখানে যদি ভয় না পেয়ে তিষ্ঠে থাকতে পার, তা হলে তোমার কর্ম জুটবে। এ বা বুঝি সেই বাড়িই হয়, আবার দেখচি এখানে কেউ নেই, তবে কৰ্ম্ম দেবে কে ? ও বুঝেছি,—বিধির ফের কে বুঝতে পারে—আমি শেষে হয়তো এই বাড়ির মালিক হয়ে দাড়াব ! কামিনী তোর কপাল মন্দ, এখন যদি তুই আমার থাকৃতিস্, তা হলে কৃষ্ণ রাধার মত যুগল মূৰ্ত্তিতে মুখে দুজনায় এই সোণার লঙ্কায় বাস কত্তেম। এই চিটি খান, যা তোর ঘরে কুড়িয়ে পেয়েছি, তা দেখে তো বেশ বোধ হচ্চে, যে আর এক জনের প্রতি তোর মন গ্যাছে । ( পত্র পাঠ ) “প্রেয়সি ! কাল তোমার সঙ্গে দেখা হবে-প।” প ব্যাটা কে ? এর তো কিছুই সন্ধান পাচ্চিনে। যা হক, এর সন্ধানটা