পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । a> বিশেষ যে রেহারাগুণকে রেখেছ, তারা যদি বাঙ্গালার একটা কথা বুঝতে পারে, আর তোমার যেমন বাতিক, কতকগুল উড়ে ম্যাড় চাকর রেখেছ, কিছুই কথা বোঝা যায় না। পূর্ণ। কিন্তু যা বল ডিয়ার –এ তোমার স্বীকার কন্তে হবে যে উড়েদের মধ্যে যেমন পাল্কি বেছার সরেশ হয়, এমন কোন জেতে নয় । বিধ, তার সন্দেহ কি! আর বিশেষ যার প্রতি মজে মন, কিবা হাড়ি কিবা ডোম; (অভিমান ও স্থানান্তরে উপবেশন।) পূর্ণ। মাইডিয়ার, বলতে কি, এ সব বিষয়ে তোমারও দোষ আছে । তখন সেই ভোল৷ চাকরটা যে রকম করে বেয়াদবি করেছিল, তা তুমি কিছু না বলে, বরং তার পোষকতা কল্পে। বিধ, । ভোলা ! অবশ্য আমি তার হয়ে