পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । ు রাত্রে একাকী এক জন বেগান পুরুষের সঙ্গে রয়েছি, চাকররা দেখে কি মনে করবে ; এ ভারি বিপদ বটে। পেরুরাম । তবে ঠাকরণ এমন একটা উপায় বলে দিন, যাতে করে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, অথচ আমাকে কেউ দেখতে না পায় । বিধুমুখী। আর তো কোন উপায় দেখিনে, তবে যদি ঐ গবাক্ষ দিয়ে ?— পেরু । (না বুঝিতে পারায় ) কি বল্লেন ঠাকরণ ? ক-ক-ক অক্ষ দিয়ে ? বিধুমুখী । (স্বগত) তোমার পেটে ক অক্ষর গোমাংসই বটে ! ( প্রকাশ্যে) না না না, আমি বল চি, এই গবাক্ষ অর্থাৎ জানলা দিয়ে যা এক পালাবার পথ অাছে । পেরু । জানল (জানলার কাছে গিয়া