পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । ৯ 创岛 পেরু। আমার জন্য জল খাবার এল ; উনি নিয়ে যেতে বলচেন ! কি মুখ! আমার যদি তোর দশা হত, তা হলে তো আমি এত গুল্লি কত্তেম না । একটা কৰ্ম্ম থেকে ছেড়ে যাওয়া কষ্ট বটে ; কিন্তু তোরই কি এক্লা কৰ্ম্ম গ্যাছে—পৃথিবীতে কি আর কারও কৰ্ম্ম যায় নি, না যাবে না ? তুই যদি এখন কৰ্ম্মের যুগ্যি না হোস্, সে তো আর আমার দোষ না, পূর্ণ। যুগ্যি না হোস, তার মানে কিরে ব্যাট ? পেরু। মানে ! মানে এই যে, গিন্নি তোকে আর পছন্দ করে না । মানে আবার কি হবে ? মেয়ে মানুষের মন তো জানিস -কার প্রতি কখন সদয় হয়, তার কি কিছু ঠিকানা আছে? আবার দিন কতক