পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

հo কিঞ্চি জলযোগ । না । আচ্ছা তুমি একলাই যাও, আমিও তা হলে কি হচ্চে, তা সব এখান থেকে দেখতে পাব। (দ্বার উদযাটন) এই সিড়ি দিয়ে নেবে যাও—নেবে গিয়ে, ব1 হাতী একটা দরজা দিয়ে বাগানে যাওয়া যায় । পেরু । আচ্ছ। । (ভলবার লইয়া পেৰুর প্রস্থান।) পূর্ণ । (স্বগত) বিধুমুখী আজকের যা ছোকৃ ਬਿ বড় ঠকানটা ঠকিয়েছিল—এখন দেখি, আমি তাঁকে ঠকাতে পারি কি না ! (বিধুমুখীর ঘরের দরজার নিকট গমন ও দ্বারের ছিদ্র দিয়া দর্শন) এই যে এই দিক দিয়েই আসচে। (অন্য দ্বারের পর্দার আড়ালে লুক্কায়িত হইলেন ও যখন বিধুমুখী প্রবেশ করিল তখন ঐ দ্বার দিয়া অলক্ষিত ভাবে পলায়ন । ) ν