পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

éधंभुंगक ] ዓጫ সেই চিঠিটার কিছু সন্ধান বলে দিতে পারেন কি মা দেখি ; ( প্রকাশ্যে ) গোলামের উপর যদি এতই কৃপাদৃষ্টি হয়েছে,—ত আমাকে যদি একটা সন্ধান বলে দিতে পারেন, তা হলে আমার বড় উপকার হয়। আর আমার কোন প্রার্থনা নেই । বিধুমুখী । আচ্ছা বল না, কি শুনি ? পেরু। যদি বেয়াদবি মাপ করেন তে৷ বলি। ঠাকরণ। আমার মতন তড়াগ লোক আর দুনিয়ায় নেই । কামিনী বলে একজন পরম মুন্দরী মেয়েমানুষকে আমি ভাল বাস তেম ; আমি ভাব তেমূ, সেও বুঝি আমাকে ভাল বাসে, কিন্তু হঠাৎ এক দিন দেখি, আর একজন আমার জায়গায় উড়ে এসে জুড়ে বসেছে। সেই লোক্‌টা কে জানবার জন্য আমি ভারি অস্থির হয়েছি। আর কোন চিহ্ন নেই, ষা