পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ ইঞ্চিৎ জলযোগ । পূর্ণ বাবুর সঙ্গে তামাসা করেছিলেন, পূর্ণ বাবুও তার পর গিন্নির উপর এক আড়ে হাত নিয়েছিল! এবার ফের গিন্নি পূর্ণবাবুর সঙ্গে তামাস কচ্চে–কিন্তু কৈ পূর্ণবাবু তো দেখছি এবার আর কোন ফন্ধি বেরকত্তে পাচ্ছে না। রোস্ আমি পূর্ণ বাবুর হোয়ে একটা পাল্ট জবাব দিচ্চি ! ( প্রকাশ্যে) আমাকে দুট কথা বলতে দেবেন? তা হলেই সব গোল মিটে যাবে। જૂન (স্বগত) আবার এ ব্যাট বলে কি দেখ । আজ আমাকে মজালে ! (প্রকাশ্যে পেরুর প্রতি) সব বোঝা গ্যাছে, আর কিছু বলতে হবে না! বিধুমুখী। ( তাড়াতাড়ি ) আচ্ছা বলনা বলন কি P শুনি ! পেরু ! আচ্ছ। আমি বৃত্তান্তটা বলি শুনুন। পূৰ্ণবাবুকে নিয়ে আপনি একবার রঙ্গ করেছি