পাতা:কিশোরদের মন.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন

 ইচ্ছে কচ্ছিল আমার, তোকে এখনি দেখাতে,—ছোট্ট দুটিকে পুরে’ নিয়ে আসি আমার দুটো পকেটে করে’!”

 মাও হাসিমুখ হয়ে চেয়ে রয়েছেন শুধু, কিছু না বুঝ্‌তে পেরে।

 তাঁর হাসিটুকু নিয়ে রোদ যেন কাড়াকাড়ি করছিল।

 বিমল বল্‌লে,—“কিন্তু মা আনিনি কেন জানিস্‌?

 তোর হাতের জামা ওরা ছিঁড়ে দিয়েছে।

 তার শাস্তি দিতে হবে।

 তোকে ওরা দেখ্‌তে পাবে, সেই যখন তুই গঙ্গাস্নানে যাবি; তার আগে নয়!

২১